সোমবার ২১ এপ্রিল ২০২৫ ১৮:০৪:৫০ পিএম
শিরোনাম এমপি-মন্ত্রীসহ পলাতক সবাইকে আইনের আওতায় আনা হবে: প্রেস সচিব       পোপ ফ্রান্সিস আর নেই, বিশ্বজুড়ে শোকের ছায়া       আন্দোলনের ভিডিও করায় ‘লাঠিপেটা’ করছে অটোরিকশা চালকরা       জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার       ট্রাম্পের শুল্কযুদ্ধ: চীন থেকে আমেরিকায় ফেরত গেল বোয়িংয়ের বিমান       দেশে ৮ হাজার চিকিৎসক সংকট রয়েছে: স্বাস্থ্য উপদেষ্টা       ইসরায়েলি হামলায় গাজায় আরও ৩২ ফিলিস্তিনি নিহত      
দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ দাবানল, দুই দমকল কর্মীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক :
Published : Sunday, 23 March, 2025
দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ দাবানল, দুই দমকল কর্মীর মৃত্যু

দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ দাবানল, দুই দমকল কর্মীর মৃত্যু

দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ দাবানলে একাধিক বনাঞ্চল পুড়ে গেছে, এতে নিহত হয়েছেন দুই দমকল কর্মী। দক্ষিণপূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় দাবানল ছড়িয়ে পড়ায় দেশটির সরকার দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনী কাজ করছে, তবে প্রবল বাতাসের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

শুক্রবার (২২ মার্চ) বিকেলে দক্ষিণপূর্বাঞ্চলীয় সানছং কাউন্টিতে প্রথম দাবানল দেখা দেয়। দ্রুতই এটি আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে, বিশেষ করে উলসান, উইসেয়ং এবং কিয়ংসাং অঞ্চলে আগুন ভয়াবহ রূপ নেয়। ইতোমধ্যে সাতটি গ্রামের ২০০-র বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শনিবার (২৩ মার্চ) আরও কয়েকটি গ্রাম খালি করার নির্দেশ দেওয়া হয়, কারণ আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীদের বেগ পেতে হচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, দাবানল মোকাবেলার সময় দুইজন দমকল কর্মীর লাশ উদ্ধার করা হয়েছে, তবে তাদের পরিচয় ও মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত করা হয়নি। এছাড়া আরও দুইজন কর্মী নিখোঁজ রয়েছেন। সরকারি সূত্র জানায়, শনিবার বিকাল ৩টার মধ্যে আগুনের প্রায় ৬৫% নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, কিন্তু এরই মধ্যে নতুন করে আরও ৭১৬ একরজুড়ে আগুন ছড়িয়ে পড়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং-মোক সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। তিনি সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় কর্মী ও সরঞ্জাম মোতায়েনের ওপর গুরুত্বারোপ করেছেন।

দক্ষিণ কোরিয়ার ইতিহাসে দাবানল নতুন কোনো ঘটনা নয়, তবে এবারের আগুনের ব্যাপ্তি ও ক্ষয়ক্ষতির পরিমাণ উদ্বেগজনক। পরিবেশবিদরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এ ধরনের দুর্যোগ আরও বাড়তে পারে। এখন দেশটির জনগণ প্রার্থনা করছে এবং প্রশাসন নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যেন দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : [email protected], [email protected], [email protected], [email protected], web : www.gonokantho.com