সোমবার ২১ এপ্রিল ২০২৫ ০১:০৪:১২ এএম
শিরোনাম নোয়াখালীর বিশিষ্ট শিক্ষানুরাগী ও ব্যবসায়ী কামাল আর নেই       জামায়াতকে ‘ধর্ম ব্যবসায়ী-প্রতারক’ আখ্যা বিএনপি নেতা বাচ্ছুর।       গণহত্যার বিচার ও মৌলিক সংস্কার ছাড়া জনগণ নির্বাচন চায় না : ড. মাসুদ        প্রধান উপদেষ্টা কাল কাতার যাচ্ছেন       রাষ্ট্রের দুই অঙ্গের সমমর্যাদায় বিচার বিভাগকে প্রতিষ্ঠিত করতে পদক্ষেপ নেওয়া হয়েছে : প্রধান বিচারপতি       প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে স্থানীয় সরকার সংস্কার কমিশন       আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করলেন নুর      
মসজিদের ইমামকে অপমানের অভিযোগ, বিচারের দাবি মুসল্লিদের
শ্রীপুর প্রতিনিধি
Published : Thursday, 27 March, 2025
মসজিদের ইমামকে অপমানের অভিযোগ, বিচারের দাবি মুসল্লিদের

মসজিদের ইমামকে অপমানের অভিযোগ, বিচারের দাবি মুসল্লিদের

গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের কেওয়া পূর্ব খণ্ড হাজী মোহাম্মদ আলী জামে মসজিদের ইমামকে প্রকাশ্যে অপমান করার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং মুসল্লি ও সচেতন মহলের মধ্যে নিন্দার ঝড় উঠেছে।  

গত ২৪ মার্চ (সোমবার) আছরের নামাজের সময় মসজিদে কয়েকজন ব্যক্তি ইফতার সংক্রান্ত বিষয়ে আলোচনা করছিলেন। ইমাম সাহেব মসজিদের পরিবেশ ঠিক রাখতে দুনিয়াবি আলোচনা থেকে বিরত থাকতে বলেন। নামাজ শেষে তিনি মসজিদ থেকে বের হলে, স্থানীয় রাজ্জাক নামের এক ব্যক্তি সকলের সামনে তাকে থাপ্পড় মারার হুমকি দেন।  


এ ঘটনার পরপরই স্থানীয় মুসল্লিরা ক্ষোভ প্রকাশ করেন এবং দোষীর বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তারা মনে করেন, এটি শুধু একজন ইমামের অপমান নয়, বরং পুরো আলেম সমাজের অবমাননা। এ ধরনের ঘটনা ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক শৃঙ্খলার জন্য হুমকিস্বরূপ।  
এ বিষয়ে রাজ্জাক জানান আপনারা ঘটনাস্থলে আসেন দেখেশুনে যা পান তাই শিখবেন,গত সোমবার কি ঘটেছে জিগ্গেস করলে তিনি জানান আমরা প্রতিদিন ইফতারি দেই মসজিদে ,এখন আমি বলেছি আমার গেস্টিকের সমস্যা পরে  একজন বলতেছে আপনার জন্য পান্তা ভাতের আয়োজন করা হবে ,পরে ইমাম সাহেব মাইক্রোফোন কানে নিয়ে বলেন যারা কথা বলেন তারা বাহিরে যান , পরে নামাজ শেষে একটু কথা কাটাকাটি হয়েছে  ! তাছাড়া আমি ওর বাবার সাথে চলাফেরা করি একটু কথা তো বলতেই পারি ।


শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল জানান, ঘটনাটি আমাদের জানা আছে। যদি কেউ অভিযোগ করে, তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে কেউ ধর্মীয় নেতাদের অবমাননার সাহস না পায়।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : [email protected], [email protected], [email protected], [email protected], web : www.gonokantho.com