শিরোনাম |
মসজিদের ইমামকে অপমানের অভিযোগ, বিচারের দাবি মুসল্লিদের
শ্রীপুর প্রতিনিধি
|
![]() মসজিদের ইমামকে অপমানের অভিযোগ, বিচারের দাবি মুসল্লিদের গত ২৪ মার্চ (সোমবার) আছরের নামাজের সময় মসজিদে কয়েকজন ব্যক্তি ইফতার সংক্রান্ত বিষয়ে আলোচনা করছিলেন। ইমাম সাহেব মসজিদের পরিবেশ ঠিক রাখতে দুনিয়াবি আলোচনা থেকে বিরত থাকতে বলেন। নামাজ শেষে তিনি মসজিদ থেকে বের হলে, স্থানীয় রাজ্জাক নামের এক ব্যক্তি সকলের সামনে তাকে থাপ্পড় মারার হুমকি দেন। এ ঘটনার পরপরই স্থানীয় মুসল্লিরা ক্ষোভ প্রকাশ করেন এবং দোষীর বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তারা মনে করেন, এটি শুধু একজন ইমামের অপমান নয়, বরং পুরো আলেম সমাজের অবমাননা। এ ধরনের ঘটনা ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক শৃঙ্খলার জন্য হুমকিস্বরূপ। এ বিষয়ে রাজ্জাক জানান আপনারা ঘটনাস্থলে আসেন দেখেশুনে যা পান তাই শিখবেন,গত সোমবার কি ঘটেছে জিগ্গেস করলে তিনি জানান আমরা প্রতিদিন ইফতারি দেই মসজিদে ,এখন আমি বলেছি আমার গেস্টিকের সমস্যা পরে একজন বলতেছে আপনার জন্য পান্তা ভাতের আয়োজন করা হবে ,পরে ইমাম সাহেব মাইক্রোফোন কানে নিয়ে বলেন যারা কথা বলেন তারা বাহিরে যান , পরে নামাজ শেষে একটু কথা কাটাকাটি হয়েছে ! তাছাড়া আমি ওর বাবার সাথে চলাফেরা করি একটু কথা তো বলতেই পারি । শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল জানান, ঘটনাটি আমাদের জানা আছে। যদি কেউ অভিযোগ করে, তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে কেউ ধর্মীয় নেতাদের অবমাননার সাহস না পায়। |